প্রচলিত রাজনীতিকে পাল্টানোই আহলেহাদীছের রাজনীতি (যেলা সম্মেলন : বগুড়া-2025)

১৪ই নভেম্বর শুক্রবার সেন্ট্রাল হাইস্কুল ময়দান, বগুড়া : অদ্য বিকাল ৪-টা থেকে রাত সাড়ে ১০-টা পর্যন্ত বগুড়া শহরের সেন্ট্রাল হাইস্কুল ময়দানে, ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ বগুড়া যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়াল ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি সূরা আলে ইমরানের ২৬ আয়াত তেলাওয়াত করে বলেন, প্রচলিত গণতান্ত্রিক রাজনীতির সাথে ইসলামের কোন সম্পর্ক নেই। কারণ এতে সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ, যা শিরকী আক্বীদা ও কুরআনের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। এজন্য প্রচলিত রাজনীতিকে পাল্টানোই আহলেহাদীছের রাজনীতি। এ রাজনীতিকে পরিবর্তন করে তিনি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য সকলকে উদাত্ত আহবান জানান।

যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মুহাম্মাদ মশিউর রহমান বেলালের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফায়ছাল মাহমূদ, মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ড. মীযানুর রহমান, জনাব রূহুল আমীন (মুর্শিদাবাদ, ভারত), যেলা ‘আন্দোলন’-এর সাবেক সভাপতি হাফেয মুখলেছুর রহমান, সাধারণ সম্পাদক হাফেয মীযানুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আবু সাঈদ প্রমুখ।

অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বগুড়া-সদর উপযেলা ‘আন্দোলন’-এর সভাপতি আব্দুস সালাম ও যেলা ‘যুবসংঘে’র প্রচার সম্পাদক আব্দুর রহমান। সম্মেলনে পৃথক প্যান্ডেলে মহিলাদের বিপুল সমাগম ঘটে।