১৫ই নভেম্বর শনিবার কেন্দ্রীয় ঈদগাহ ময়দান, রাজশাহী : অদ্য বিকাল সাড়ে ৩-টা থেকে রাত ১০-টা পর্যন্ত মহানগরীর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ‘আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ’ রাজশাহী-সদর সাংগঠনিক যেলার উদ্যোগে অনুষ্ঠিত যেলা সম্মেলনে প্রধান অতিথির ভাষণে মুহতারাম আমীরে জামা‘আত প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব উপরোক্ত কথা বলেন। তিনি বলেন, নবী-রাসূল, ছাহাবায়ে কেরাম, চার ইমাম ও সালাফে ছালেহীন হকের পথে অবর্ণনীয় নির্যাতন সহ্য করেছেন। তারা মানুষের আক্বীদা ও আমলের সংশোধনের মাধ্যমে সমাজ সংস্কার করেছেন। তাই প্রচলিত ইসলাম বাদ দিয়ে প্রকৃত ইসলামের পথে চলতে গেলে নবী-নবী-রাসূলের পথ ধরে সংগ্রাম ও দৃঢ়তার প্রয়োজন। আহলেহাদীছ আন্দোলন সে পথেই মানুষকে আহবান জানায়।
রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি মাওলানা দুররুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য পেশ করেন ‘আন্দোলন’-এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, গবেষণা বিষয়ক সম্পাদক ড. মুহাম্মাদ কাবীরুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপক মাওলানা দুররুল হুদা, ‘যুবসংঘে’র কেন্দ্রীয় সভাপতি মুহাম্মাদ শরীফুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক হাফেয আব্দুল্লাহ আল-মা‘রূফ, আল-মারকাযুল ইসলামী আস-সালাফী, নওদাপাড়ার ভাইস প্রিন্সিপাল ড. নূরুল ইসলাম, মারকাযের মুহাদ্দিছ হাফেয আব্দুল মতীন, সোনামণি’র কেন্দ্রীয় সহ-পরিচালক নাজমুন নাঈম, রাজশাহী-পূর্ব সাংগঠনিক যেলা ‘আন্দোলন’-এর সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন রাজশাহী-সদর সাংগঠনিক যেলা ‘আন্দোলন -এর সহ-সভাপতি মামূনুর রশীদ, সাধারণ সম্পাদক মুস্তাক্বীম আহমাদ ও রাজশাহী পূর্ব সাংগঠনিক যেলার সাধারণ সম্পাদক যিল্লুর রহমান। সম্মেলনে পৃথক প্যান্ডেলে মহিলাদের ব্যবস্থা ছিল।
ফ্রী মেডিকেল ক্যাম্প : সম্মেলনে ‘আহলেহাদীছ পেশাজীবী ফোরামে’র উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যেখানে রোগীদের ফ্রী চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের মেডিকেল অফিসার ডা. মহীদুল হাসান মা‘রূফ।